দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ

দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (২৯ ডিসেম্বর)  রাত ১০টায় দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাকিব হোসেন বাবু মুরাদিয়া ইউনিয়নের মো. আব্দুল সাত্তার গাজীর ছেলে। 

‎তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৬৮ নং ওয়ার্ড ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

‎২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা মোঃ রাকিব হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

‎দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন জানান,  উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।