রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী বিভাগে ২০২২-২৩ অর্থবছরে শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ
রাজশাহী বিভাগে ২০২২-২৩ অর্থবছরে শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
গত বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীরের কাছ থেকে এই পদক গ্রহণ করেন মো. আফাজ উদ্দিন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের দপ্তরে নির্বাচিত সদস্যদের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেয়া হয় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনকে।
পদক পাওয়ায় অনুভূতি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, নির্বাচিত হয়ে সে লক্ষ্য বাস্তবায়নে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ক্রীড়া, সংস্কৃতি, চিকিৎসা সহয়তাসহ বিভিন্ন অবকাঠামো ও সামাজিক উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এই পদক আগামীতে আমাদের পরিষদের সদস্য এবং সকল কর্মকর্তা ও কর্মচারীকে উৎসাহিত করবে।
এ সময় জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল (সদর), মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি, মো. কবির খান (গোমস্তাপুর), মো. তারিক-উজ জামান সুমন (নাচোল) এবং সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়াসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।