সরকারে এলে‘এফআইডি’বিলুপ্ত করবে বিএনপি-আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেলে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) বিলুপ্ত করা হবে

সরকারে এলে‘এফআইডি’বিলুপ্ত করবে বিএনপি-আমীর খসরু
সংগ্রহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেলে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিটের প্রথম দিনের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আমীর খসরু বলেন, সরকারি ব্যাংকগুলোর কে কোথায় বসবে, কীভাবে লুট করবে, তা নির্ধারণ করা ছাড়া এই বিভাগের আর কোনো কার্যকর ভূমিকা নেই। বিএনপি সরকারের সময় আমরা এটি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা সরকার এসে আবার ফিরিয়ে এনেছে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে জনগণমুখী অর্থনীতি গড়তে হলে আর্থিক শৃঙ্খলা ও সংস্কার অপরিহার্য। এজন্য বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। ব্যাংক খাতের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, সরকার নয়। এখানে কোনো রাজনৈতিক নিয়োগ থাকবে না। বিএনপি কখনো বাংলাদেশ ব্যাংক বা বিএসইসিতে রাজনৈতিক নিয়োগ দেয়নি।

অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে আমীর খসরু বলেন, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়তে কেন ছয় মাস লাগবে, কেন সরকারি অফিসে দৌড়াতে হবে? সভ্য দেশে এমনটি হয় না। ব্যবসা সহজীকরণের জন্য নতুন ফর্মুলা উদ্ভাবনের প্রয়োজন নেই। বিশ্বে অনুসৃত সর্বোত্তম নীতিগুলো গ্রহণ করলেই যথেষ্ট।

চাঁপাই প্রেস/সূত্র_Banglanews24