চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত ২৩৪৫ ঘটিকা থেকে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে ০২টি টহল দল এবং ১৮টি বিওপি থেকে (১টি ভেহিক্যাল স্ক্যানারসহ) ১৮টি টহল দল অস্থায়ী চেকপোস্ট ও নিয়মিত টহলের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ইনকিলাবকে জানান, ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ১৯টি টহল টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী দুইটি চেকপোস্টে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




