গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার-১৮১২

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার-১৮১২
প্রতীকী ছবি

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তারের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন রয়েছে।

এ এইচ এম শাহাদাত হোসেন জানান, সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৮১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা জব্দ করা হয়েছে।