সরকারে বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে-আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলেও যদি সেই সরকারের ভেতরে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ব্যক্তিরা থেকে যান, তবে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।

সরকারে বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে-আমীর খসরু
সংগ্রহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলেও যদি সেই সরকারের ভেতরে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ব্যক্তিরা থেকে যান,তবে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘যদি বর্তমান অন্তর্বর্তী সরকারে এমন কেউ থাকেন, যাদের নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে, তাহলে তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ ধরনের ব্যক্তিদের সরিয়ে দিতে হবে, নইলে পুরো প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে আসছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘ সংগ্রাম চালিয়েছে। তাই আসন্ন নির্বাচন যেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়—সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

আমীর খসরু আরো বলেন, ‘বর্তমান সরকার যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন চায়, তবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা করতে হবে।

জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ নির্বাচন শুধু প্রক্রিয়ার নয়, এটি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়ও রয়েছে।

অনুষ্ঠানে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ