মান্দায় সিপিবি নেতা’র উপর যুবদলনেতা’র হামলা; বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
                                এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রামাণিক।
বক্তব্যে আব্দুস সোবহান বলেন, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের পাড়ে দেলোয়ার হোসেন নামের এক ভূমিহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি সেখানে একটি ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে যুবদলনেতা সোহেল তানভীর ও তার সাঙ্গপাঙ্গরা কাজে বাধা দিয়ে ভূমিহীন দেলোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কমরেড আব্দুল মালেকের সঙ্গে যুবদলনেতা সোহেল তানভীরের বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব বিরোধের জের ধরে গত ৮ মার্চ রাত ১১টার দিকে কমরেড আব্দুল মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল তানভীরের নেতৃত্বে ৭-৮ জন যুবক হামলা চালিয়ে মারধর করে। এসময় আব্দুল মালেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এরপর কমরেড মালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেও বাধার সৃষ্টি করে হামলাকারীরা। সংবাদ পেয়ে ওই রাতেই মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় সোহেল তানভীরসহ ৭ জনের বিরুদ্ধে সোমবার রাতে মান্দা থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিপিবি মান্দা শাখার সদস্য কমরেড খোরশেদ আলম মণ্ডল, আলাউদ্দিন মণ্ডল, আবুল সেখ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, সিপিবি নেতা আবু বকর শেখ, মান্দা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলী এবং ভূক্তভোগী আব্দুল মালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদলনেতা সোহেল তানভীর বলেন, কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়দানকারী আব্দুল মালেক কিশোর গ্যাংয়ের দলনেতা ও মাদকসেবী। তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসবের প্রতিবাদ করায় আব্দুল মালেকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
