শিবগঞ্জে সেচ্ছাসেবক দলের সংবর্ধনা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন:বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে আহ্বায়ক জামিউল হক সোহেল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াকিলুর রহমান এবং যুগ্ম-আহ্বায়ক জানিবুল ইসলাম জোসিসহ ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (১১ মার্চ) মঙ্গলবার বিকালে শিবগঞ্জ থানার মোড়ে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নব-নির্বাচিত যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম (জোসি) নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও ফুলের মালা দিয়ে বরণ করেন শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।