গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা।

বুধবার বিকেলে সাড়ে ৫টায় নওগাঁ শহরের কাজীর মোড়ে প্রধান সড়কে এই কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে শেখ হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও সারাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশব্যাপী ব্লেকড কর্মসূচি পালনের হুশিয়ার দেন তারা।