গোমস্তাপুরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু

গোমস্তাপুরে শুরু হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা সাইবার সিকিউরিটি ও ওয়েব পোর্টাল এবং ডি নথি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা

গোমস্তাপুরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুরু হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি ও ওয়েব পোর্টাল এবং ডি-নথি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা।

গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম আনন্যা।

প্রশিক্ষণ কর্মশালায় গোমস্তাপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিব এবং সরকারি দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি ও ওয়েব পোর্টাল এবং ডি-নথির গুরুত্বসহ এসবের বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।