রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার( ০১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে এ বই উৎসব অনুষ্ঠানে প্রধান ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্কুলের অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দে উচ্ছ্বাসে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।