বুড়িচং উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আরাগ আনন্দপুরের তিন কৃতি সন্তান

বুড়িচং উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন আরাগ আনন্দপুর গ্রামের তিন কৃতি সন্তান

বুড়িচং উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আরাগ আনন্দপুরের তিন কৃতি সন্তান

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ বুড়িচং উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন আরাগ আনন্দপুর গ্রামের তিন কৃতি সন্তান। তারা হলেন— আবু ইউসুফ তুহিন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), আবু নাসির মুন্সী (সাংগঠনিক সম্পাদক) এবং আবু জাহের শিপু (সহ-দপ্তর সম্পাদক)।

এর মধ্যে আবু ইউসুফ তুহিন ও আবু নাসির মুন্সী একই গ্রামের একমাত্র দুই নেতা যারা অতীতে উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে যুবদলসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্বও তারা পালন করেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা করছেন নতুন নেতৃত্ব উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

আবু ইউসুফ তুহিন বলেন, “সম্ভবত ১৯৯০ সালে আমি আমার গ্রামের ছোট ভাই আবু নাসির মুন্সীকে ছাত্রদলে যোগদান করাই। আজকে আমি গর্বিত যে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন।" তিনি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “যারা পদে দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পদ পেয়ে ঘরে বসে থাকা যাবে না।

অন্যদিকে বিএনপির কারা নির্যাতিত নেতা ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু জাহের শিপু সহ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বলেছেন, “যারা পদে স্থান পাননি, তাদেরও ভবিষ্যতে যথাযথ মূল্যায়ন করা হবে।”