হবিগঞ্জে টিসিভি টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

হবিগঞ্জে শিশুদের জন্য টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

হবিগঞ্জে টিসিভি টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে শিশুদের জন্য টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২অক্টোবর) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক একেএম সেলিম ভূইয়া।

‎অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

‎জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, টিসিভি টিকাদান কার্যক্রমের লক্ষ্য শিশুদের মধ্যে টাইফয়েড প্রতিরোধ করা। জেলা জুড়ে বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে টিকা প্রদান নিশ্চিত করা হবে।