দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান

আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান

আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এর আগে, দুপুরে সিলেট সফরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় নগরীর একটি হোটেলের হলরুমে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন। 

বিএনপি মহাসচিব বলেন, অর্ন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এক বছর ধরে দেশে মবোক্রেসি কালচার শুরু হয়েছে। যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। এটাকে প্রতিহত করতে হবে। আর এটা সম্ভব হবে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচন করতে পারি।

তিনি বলেন, আমরা আশাবাদী যে, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সরকার ও নির্বাচন কমিশন সেভাবেই কাজ করছে। সবাই মিলে সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবশ্যই সফল হবে, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আমরা মনে করি গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন করা। পার্লামেন্টের মাধ্যমে সরকার গঠন করা। দেশে যাতে ন্যায়বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, গণমাধ্যমের স্বাধীনতা থাকে- এটাই মানুষ চায়। গত ১৫ বছর দেশে সেটি ছিল না। এখন সুযোগ এসেছে আমাদের সামনে, আমাদের সেটি সঠিকভাবে কাজে লাগাতে হবে। 

তিনি বলেন, সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে। দেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না। সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় এটা পূর্ণতা পায়।

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে প্রমাণ হয়েছে দেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসতো। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন, আমরা যেন সেটি উপহার দিতে পারি।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে। সিলেট থেকেই এবারও নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। অনেকেই নির্বাচন নিয়ে অনিশ্চিয়তার কথা বলে, আমরা বলি দেশ নির্বাচনের পথে আছে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।সূত্র_বাংলাদেশ প্রতিদিন