কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে-প্রশ্ন রিজভীর

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ। এই সরকারের সময়ে কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে

কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে-প্রশ্ন রিজভীর
সংগ্রহীত ছবি

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ। এই সরকারের সময়ে কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময়ে এত সন্ত্রাসীর উত্থান কেন ঘটবে? আজ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসী-এটা কিসের জন্য? এটি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।

মানুষ নানাভাবে নানা কথা বলছে। কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে? এখন তো আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষের বসবাস করার কথা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে করার কথা।সেটি কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, কেউ কেউ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে ফেসবুকে বার্তা দিচ্ছে। এগুলো সন্দেহ সৃষ্টি করে। একজন উপদেষ্টা মাত্র চার-পাঁচ দিন আগে বলে দিলেন, জনগণ তো আমাদের ম্যান্ডেট দেয়নি-কত দিন থাকব।

সবকিছু মিলিয়ে নানা সন্দেহ, সংশয় ও কৌতূহল তৈরি হচ্ছে।

বিএনপির প্রতিশ্রুতি আরব্য উপন্যাসের মহাকাব্যের মতো নয় মন্তব্য করে তিনি বলেন, জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা খুবই বাস্তবধর্মী। কোনো আরব্য উপন্যাসের মহাকাব্যের মতো নয়।

তিনি বলেন, এখানে বাগাড়ম্বর করার কোনো সুযোগ নেই। এর আগে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, ফ্যাসিবাদের ভয়াবহ রূপ নিয়ে সাড়ে ১৫ বছর এই দেশে রক্ত ঝরিয়ে শাসন করেছেন, তাদের কাছ থেকেও আমরা অনেক কথা শুনেছি-ঘরে ঘরে চাকরি দেওয়া, বিনা মূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি।

অতিশয়োক্তি ও বাগাড়ম্বরমূলক কথার বাস্তবায়ন হয় না। বরং টাকা চুরি, হরিলুট, ব্যাংকের টাকা নিজের পকেটে ঢোকানো, লুটেরা অর্থনীতির উৎসবই আমরা দেখেছি।

সূত্র_কালের কন্ঠ