শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার

বই হোক আমাদের নিত্য সংগী,বই পড়ার স্থান হোক শান্তি নিবিড় পাঠাগার এবং অনুপ্রেরণা

শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার

শিবগঞ্জ প্রতিনিধি, বই হোক আমাদের নিত্য সংগী,বই পড়ার স্থান হোক শান্তি নিবিড় পাঠাগার এবং অনুপ্রেরণা হোক এ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষার্থী নাহিদ উজ্জামান। গত সোমবার রাতে শিবগঞ্জ পৌরসভাধীন ইসরাইল মোড়ে 

শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস আরো বলেন নিজে একজন শিক্ষার্থী হয়েও মিত্যবায়িতার পথ ধরে অল্প অল্প সঞ্চয়ের মাধ্যমে ২০২০ সালে ছোট পরিসরে শান্তি নিবিড় পাঠাগারের সূচনা করেন,যা আজ ৫০০০ বইয়ের পাঠাগারে পরিনত হয়েছে।এখান থেকে শতাধিক অসহায় ও গরীব শিক্ষার্থী বিনা টাকায় বই পাচ্ছে। তাছারা ষনেক গরীব পরিবারের সোনামণিরা বিনা খরচে লেখাপড়া করতে পারছে।বেকার যুবকরা মাদকের পথ ছেড়ে পাঠাগারে এসে জ্ঞান অর্জন করছে। এ পাঠাগারের উত্তরোত্তর উন্নতি সাফল্য কামনা করছি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ উজ্জামান সভসপতি কালাম আলি,সাধারন সম্পাদক খাদিমুল ইসলাম,পাঠকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।