চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ওয়াকি টকি সেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ওয়াকি টকি সেট উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ওয়াকি টকি সেট উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম,বিজিওএম।
গোলাম কিবরিয়া জানান,গতকাল ২৬ অক্টোবর রোববার রাত্রি ১১টায় ১৮৫/এস এ সোনামসজিদ সীমান্তে বিজিবির নিয়মিত টহল একটি বক্স দেখতে পায়,বক্স খুলে দুটি নতুন ওয়াকি টকি সেট,দুটি এন্টেনা,দুটি চার্জার পাওয়া যায়।
এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম বেবস্থা নেয়ার কার্যক্রম চলমান।




