চাঁপাইনবাবগঞ্জে খলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আশপাশের সড়ক ঘুরে এসে বিদ্যালয় এর মূল ফটকের সামনে অবস্থান নেই

চাঁপাইনবাবগঞ্জে খলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার,রানিহাটি ইউনিয়নের চকআলমপুর,খলিলউদ্দিন বিশ্বাস,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এবি এম মোদাসসেরুল হক মুকুলের বিরুদ্ধে,দুর্নীতির অভিযোগ এনে,তার পদত্যাগের ১দফা দাবিতে,মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে,অভিভাবক,স্থানীয় সাধারণ মানুষসহ অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। 

২৯ শে আগস্ট- ২০২৪- বৃহস্পতিবার সকাল ১১টায়,বিক্ষোভটি শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আশপাশের সড়ক ঘুরে এসে বিদ্যালয় এর মূল ফটকের সামনে অবস্থান নেই।  

পরবর্তী সময়ে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভিতরে প্রবেশের চেষ্টা করলে প্রধান শিক্ষকের নির্দেশে ভিতর থেকে তালা লাগিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। সেখানে থাকা শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে জোরপূর্ব ভিতরে প্রবেশ করে বিক্ষোভ উত্তাল হয়ে যায় বিদ্যালয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক মুকুল হক একজন প্রতারক এবং দুর্নীতিবাজ তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ প্রতিষ্ঠানের সরকারি মালামাল লুটপাট বিভিন্ন অনিয় দুর্নীতি সহ এমন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে তারা আরো বলেন প্রধান শিক্ষকের অপকর্মের কারণে এই প্রতিষ্ঠানটি প্রায় ধ্বংসের পথে আমাদের সেখানে শিক্ষা ব্যবস্থার পরিবেশ ভালো না থাকাই আমাদের ছেলে মেয়ে ভাই বোন কে অন্য দূরের স্থানে যেতে হয়। 

এই অপদার্থ অপকর্মকারী শিক্ষককে অপসারণ করে একজন সৎ যোগ্য দায়িত্বশীল শিক্ষক নিয়োগের মাধ্যমে পুনরায় এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার শান্তি ফিরিয়ে আনতে জোর দাবি জানান। 

ঘটনার খবর পেয়ে অতিদ্রুত এখানে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে ঘটনার সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।