চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা

বাল্যবিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু কিশোর কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সুবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কালিনগর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়টির ছাত্রী সুমাইয়া, অরিন ও তাবাসসুম।

মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক ও ছাত্রীরা বাল্যবিবাহকে না বলেন।