নাচোলে তারুণ্যে উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলকসভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারুণ্যের বাংলাদেশগড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে

নাচোলে তারুণ্যে উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলকসভা

আবুল হোসেন নাচোল প্রতিনিধি: প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারুণ্যের বাংলাদেশগড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে, নাচোল সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা, মোঃ সোহেল রানা,নাচোল উপজেলা প্রকৌশলী,মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার,ডাঃ সাহেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার,দুলাল উদ্দীন খান,যুব উন্নয়ন কর্মকর্তা, আলমগীর হোসেন,নেজামপুর আলিম মাদরাসার অধ্যক্ষ, মাওলানা মাহবুবুর রহমান,নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সফিকুল ইসলাম,নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আমিনুল হক,কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ আবুল হোসেন, সাংবাদিক সহিদুল ইসলাম ও মোঃ ইব্রাহীম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ উপস্থিত ছিলেন।