বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার

সারাদেশ বাংলাদেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ উজ্জামান

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার

চাঁপাই প্রেস ডেস্ক:সারাদেশ বাংলাদেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ উজ্জামান

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতার এই অর্জন আমাদের সবাইকে নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। শহিদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে সমৃদ্ধ ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, শান্তি নিবিড় পাঠাগার আদর্শ বুকে ধারণ করে আগামীতেও সমাজের অসহায় মানুষের, বৃক্ষরোপণ, মানুষকে বই পড়ার উৎসাহ দিয়ে পাশে থেকে কাজ করে যাবে।

শেষে তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান