সোনামসজিদ স্থলবন্দরে দুইদিন বন্ধের পর দিনভর বন্দর দিয়ে ৩৪৯ ট্রাক আমদানি পণ্য
এনবিআর কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচির কারণে টানা দুদিন বন্ধের পর সোমবার আবারও কার্যক্রম শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে

শিবগঞ্জ প্রতিনিধিঃ এনবিআর কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচির কারণে টানা দুদিন বন্ধের পর সোমবার আবারও কার্যক্রম শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। দিনভর বন্দর দিয়ে ৩৪৯ ট্রাকে ভারত থেকে এসেছে আমদানি বিভিন্ন পণ্য। আর রপ্তানি হয়েছে ৩৫ ট্রাক পণ্য।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।
তিনি বলেন,বেলা ১১ টার দিকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয় সোনামসজিদ স্থলবন্দরে। এরপর ধারাবাহিকভাবে সারাদিনে ৩৪৯ ট্রাকে আসে বিভিন্ন আমদানি পণ্য। এরমধ্যে রয়েছে- পাথর, গুড়, নারকেল,খৈল,গমের ভুষি প্রভৃতি। রপ্তানি হয়েছে- জুট ব্যাগ,প্লাস্টিক ফার্নিচার,ফিশিং নেট,পিভিসি ডোর
মাঈনুল ইসলাম আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে শনিবার ও রোববার পুরোপুরি বন্ধ ছিল আমদানি রপ্তানি। এতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে পড়ে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক।
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, দুদিন বন্ধের কারণে যেসব পণ্য আটকা পড়েছিল তার সবই চলে আসবে পর্যায়ক্রমে। ফলে রাজস্ব আদায়ে কোন নেতিবাচক প্রভাব পড়বেনা।