চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হকসহ অন্যরা।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৩২টি দল অংশগ্রহণ করে।