নিয়ামতপুরে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা পর্যায়ে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।