মান্দায় উপজেলা নির্বাহী আফিসার ইউএনওর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অপরদিকে, অত্র উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা-কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন তিনি। মূলতঃ তিনি যোগদানের পর স্থানীয় জনগণের সাথে একটি সুসম্পর্ক স্থাপন এবং তাদের সমস্যা সমাধানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এসব মতবিনিময় সভা’র আয়োজন করা। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার (আঞ্চলিক প্রেসক্লাব) এর সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, সহ-সভাপতি খ.ম আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাবিব আমজাদ,অর্থ সম্পাদক এম.এ মতিন,প্রচার সম্পাদ আল- আমিন প্রমূখ।