সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে এক ব্যক্তি আটক
সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
মোঃ ইয়ামিন হাসান শুভ. চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস সদস্যরা। আজ ৩ অক্টোবর ২০২৪, দুপুর ২টায় এ অভিযান চালানো হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় বিজিবি ও কাস্টমস সদস্যরা তল্লাশি অভিযান চালায়।
তল্লাশির সময়, বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক আজিম খান (পাসপোর্ট নম্বর-EG0785687), পিতা- মৃত সামছুল হক খান, গ্রাম- শেকরনগর, থানা- সিরাজদীখান, জেলা- মুন্সিগঞ্জকে আটক করা হয়। তার কাছে ১১৬.৫৪ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া যায়, যা তিনি ভারতে পাচারের চেষ্টা করছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে এই স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে। স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৩,০০,০০০ (তের লক্ষ) টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার পর সন্ধ্যায় তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বিজিবি সদস্যদের সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেছেন।