শিবগঞ্জে সুবিধাভোগীদের সেবা সহজীকরণ মতবিনিময় সভা
শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সেবা সহজীকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সেবা সহজীকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। আলোচনায় অংশ নেন- শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজা।
সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, সদস্য, উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপজেলার ৩১ হাজার ৩৭৫ জন বয়স্ক ভাতা, ৪ হাজার ৪৯৪ জন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ১৪ হাজার ৭ জন, অনগ্রসর ভাতা ৩৯৪ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ২০২ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ৪৫ জন ও হরিজন সম্প্রদায়-বেদে ভাতা ৫ জন ব্যক্তি সুবিধা ভোগ করছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের ভাতা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মাতৃত্বকালীর সুবিধাভোগী ভাতাও দেয়া হয়।