বগুড়ায় যাত্রীবাহী বাসে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

বগুড়ায় বিশেষ কায়দায় যাত্রীবাহী বাসে মাদক পাচারকালে গাঁজাসহ এক মাদক কারবারী আটক

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদন:বগুড়ায় বিশেষ কায়দায় যাত্রীবাহী বাসে মাদক পাচারকালে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।

আটক ব্যক্তি হলেন,কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট ভেড়ভেড়ি এলাকার মৃত আপুরা মামুন আলীর ছেলে আমিনুর ইসলাম (৪২)

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় সৌখিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করলে এক যাত্রীর কাছে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আমিনুর'কে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।