গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন: রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাড়ইল গ্রামে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি,হবিগঞ্জ জেলার সদর থানাধীন গদাইনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে ছাব্বির হোসেন রিদয় (২০)।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোদাগাড়ী থানাধীন সাড়ইল এলাকায় রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জগামী শামীম এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ঘেরাও করে।এসময় বাসটির ভিতরে থাকা মাদক পাচারকারীর দেহ তল্লাশী করলে তার দুই পায়ের মাঝখানে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে থাকা দুইটি পোটলা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ রিদয়'কে গ্রেফতার করে ডিএনসির সদস্যরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।