জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চায় জামায়াতে ইসলামি

নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চায় জামায়াতে ইসলামি
সংগ্রহীত ছবি

নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার ৭ অক্টোবর সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামির আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানতে চান। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলের সীমিত ভূমিকার বিষয়টি উল্লেখ করে জামায়াতের আমির ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন বলে জানান পরওয়ার।

এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা সংস্কারের পথে বাধা দিচ্ছে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হলে তার দায় তাদেরই নিতে হবে।

তাহের আরও বলেন, যুক্তরাষ্ট্র সফরে স্পষ্ট হয়েছে রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ একতাবদ্ধ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের নাগরিকত্ব সনদ নেই, তারা যেন অন্যান্য বৈধ কাগজপত্রের মাধ্যমে ভোট দিতে পারেন এমন ব্যবস্থা করা উচিত।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন