বিএনপির রাজনীতির যেসব পরিবর্তনের কথা জানালেন তারেক রহমান
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আরও গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের দল হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আরও গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের দল হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
আজ (৭ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে নির্বাসন থেকে দীর্ঘ ১৭ বছর ধরে দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে তারেক রহমান বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিতেও পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের পথেই এগোবে দল।
তারেক রহমান বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা গর্ব করি বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও প্রবাসী আয়ের ওপর—এই দুটি খাতের সূচনা বিএনপির সময়েই হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ভবিষ্যতেও আমরা সেই ভালো দিকগুলো বিবেচনায় রেখেই এগিয়ে যাব।
বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতা না থাকার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, অভিযোগ থাকতেই পারে। অভিযোগগুলো আমরা অবশ্যই বিবেচনায় রাখব। সুযোগ পেলে ধীরে ধীরে আমরা তা প্রমাণ করব। তবে এটাও বাস্তবতা যে পরিবর্তন রাতারাতি সম্ভব নয়, জনগণকেও সেই প্রক্রিয়ার অংশ হতে হবে। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করা এবং কার্যকর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
নেতৃত্বের ধরনে পরিবর্তন এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, গত ১৭ বছর প্রবাসে থেকে নেতৃত্ব দেওয়া সহজ ছিল না। পরিবার ও দলের নেতাকর্মীদের সহযোগিতা না থাকলে এটি আরও কঠিন হতো। এখান থেকে আমি অনেক কিছু দেখেছি ও শিখেছি। সেই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের জন্য কাজে লাগাতে চাই। যদি সুযোগ পাই, দেশের মানুষের জন্য কিছু করার এটাই আমার অঙ্গীকার। দেশের নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি সেই সুযোগটিকে দেশের কল্যাণে ব্যবহার করতে চাই।
তারেক রহমানের মতে, বিএনপি অতীতের অভিজ্ঞতা ও অর্জন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের কল্যাণকেন্দ্রিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে।
চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন