নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ও আদর্শ নারীদের সংবর্ধনা
নিয়ামতপুওে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিবসটি পালনে র্যালী, আলোচনা সভা ও আদর্শ নারীদেও সংবর্ধনা প্রদান করা হয়েছে

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুওে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিবসটি পালনে র্যালী, আলোচনা সভা ও আদর্শ নারীদেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এমন অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আদর্শ নারীদের মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বালাহৈর গ্রামের ফারজানা খাতুন বন্যা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আঘোর গ্রামের সাবিনা খাতুন, সফল জননী অঅঘোর গ্রামের আরনা রাণী ও দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী বাদনেহেন্দা গ্রামের রুবিনা বেগমকে সংবর্ধনা প্রদান ও সম্মননা ক্রেস্ট দেয়া হয়।




