আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে

আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না।

গতকাল রাজধানীর মিরপুরে নিজ আসনে (ঢাকা-১৫) জামায়াতের প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরো বলেন, ‘জনগণ এবার গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে মুখিয়ে আছে।’ তিনি এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। কারো সমালোচনা করতে চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যারা নিজের দলের লোকজনকে সন্ত্রাস-চাঁদাবাজি থেকে বিরত রাখতে পারবে আগামীর বাংলাদেশ তারাই গড়বে। দোকান-গাড়ি-ফুটপাত সব জায়গায় চাঁদাবাজি হয়, সেটা আর হতে দেওয়া হবে না।

’ তিনি বলেন, ‘আমরা কিছু বন্ধুকে বলতে চাই-মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনো টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কিছু বরদাশত করব না।’ তিনি বলেন, ‘দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না।

আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পায়নি অনেকে।’ জনসভায় আরো বক্তব্য দেন ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন প্রমুখ।

জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর শুরু আজ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ উত্তরবঙ্গ সফর শুরু করছেন। বেলা ১১টায় পঞ্চগড়ে সমাবেশ করবেন তিনি। বেলা ২টায় দিনাজপুর গোর-ই-শহীদ ময়দান, বিকাল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন