চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্বার করেছে পুলিশ।
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা শহরের বালুবাগান মহল্লায় রবিউল মিয়ার বাড়ি থেকে এই মরদেহ উদ্বার করা হয়। নিহত মোসা.শান্তা (১৭) সৌদি প্রবাসী মো.মাফিকের স্ত্রী ও মৃত ফেলুর উদ্দিনের মেয়ে।

নিহতের স্বজন,প্রত্যক্ষদর্শী,স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,দুপুর আনুমানিক আড়াইটার দিকে খাবার খাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমানোর কথা বলে দরজার শিকল ভেতর থেকে আটকে দেয় শান্তা। এরপর স্বজনরা ডাক দিলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়রা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে প্রবেশ করে। এসময় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়।
পরে মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানান, নিহত শান্তার স্বামী সৌদি আরবে থাকেন। এক সন্তানকে নিয়ে সে মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্বার করে আনা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



