চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও পাতার বিড়ি এবং মলম জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিযনের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও পাতার বিড়ি এবং মলম জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিযনের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি।

শুক্রবার(৩১ অক্টোবর) রাতে চালানো এই পৃথক দুটি অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ ও ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৫৪০ পিস মলম জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবির এক প্রেসনোটে জানানো হয়,৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করতে সক্ষম হয়। অপরদিকে মাসুদপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি বলেন: ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু,মোবাইল এবং অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।