‎নবীগঞ্জে মসজিদে নামাজ চলাকালীন সময়ে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে এক মুসল্লি ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামে একজন নিহত।

‎নবীগঞ্জে মসজিদে নামাজ চলাকালীন সময়ে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহত

স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে এক মুসল্লি ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামে একজন নিহত।

‎শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরুল মিয়া (৪০) বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

‎স্থানীয়রা জানায়,তিনি বাড়ি থেকে মসজিদে নামাজে অংশ নিতে আসেন। হঠাৎ একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ধারালো অস্ত্র নিয়ে ইমরুল মিয়ার ওপর নৃশংসভাবে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে উপস্থিত মুসল্লিরা উদ্ধার করে সিলেটের এম.এ.জি. মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে, এলাকার পূর্বের জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হামলা ঘটানো হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎স্থানীয়রা জানিয়েছেন, মসজিদের ভেতরে নামাজ চলাকালীন এমন নৃশংস ঘটনার অভিজ্ঞতা তাদের আগে হয়নি। ঘটনায় বনগাঁও গ্রামে শোক ও আতঙ্ক বিরাজ করছে।