নবীগঞ্জে পলাতক দুই আসামী গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদীপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. সুমন মিয়া,এএসআই সুমন্ত কুমার নাথসহ একদল পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে জিয়াদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- জিয়াদীপুর গ্রামের আনুর মিয়া ছেলে আলফু মিয়া, আব্দুল অলী ছেলে ইমন মিয়া।
তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় দায়েরকৃত নারী ও শিশু মামলা নং-৬৫/২০২৫ মামলায় সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”