ইসলামপুরে চার মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ইসলামপুর ইউনিয়নের কাদির মণ্ডলের টোলা থেকে আটকের পর হেরোইনসেবীকে মোবাইল কোর্টে কারাদণ্ড প্রদান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড় কাদির মণ্ডলের টোলা থেকে আটকের পর ৪ হেরোইনসেবীকে মোবাইল কোর্টে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে দেড় বছর করে এবং ২ জনকে ১ বছর করে এই কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হায়াত মোড় কাদির মণ্ডলের টোলা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় হেরোইন সেবনের অপরাধে বাগডাঙ্গা সুন্দরপুরের মৃত আব্দুল সামেদের ছেলে মো. কামাল (৫০) ও মৃত তমিজউদ্দিনের ছেলে সেলিমকে ১ বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ইসলামপুর ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে মনিরুল ইসলাম ও মৃত হোসেন আলীর ছেলে তরিকুল ইসলামকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।