চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা। 

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।

আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে আটক করা হয়।তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।