আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জের বছরব্যাপী বিস্তৃত সকল কর্মকাণ্ড
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত।
আরাফাত শিবগঞ্জ প্রতিনিধিঃআলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। অত্র সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য, শিক্ষা, রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, প্রাকৃতিক উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক সংস্থা হিসেবে গড়ে উঠে ২০২০ সালের ডিসেম্বর মাসে। যাহারা অদ্যাবধি মানবসেবা, সমাজসেবা ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরের কাজে সম্পৃক্ত থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমুখী নানাবিধ কাজ করে যাচ্ছেন।
সংগঠনটির পরিচালিত সেবা সমূহ:
• বৃক্ষ রোপন ও বৃক্ষ নিধন সম্পর্কে সচেতনতা।
• শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিকার কর্মশালা।
• মাদক সম্পর্কিত সচেতনতা মূলক ক্যাম্প স্থাপন। (মাদকের কুফল, মাদকের ভয়াল থাবা, মাদক সেবনের পরিনতি ও মাদকদ্রব্য বিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরা।)
• ঈদ উপলক্ষে অসহায়, দুঃস্থ, বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
• শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।
• ফ্রী সচেতনতা মূলক মেডিকেল (ডায়াবেটিস, রক্তগ্রুপ নির্নয়ক) ক্যাম্প স্থাপন।
• ভিক্ষুক ও প্রতিবন্ধী পুনর্বাসন (উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে)
• রক্তদাতা সংগ্রহ রক্ত যোগান দেওয়া (অপশনাল)।
• বৃদ্ধ, প্রতিবন্ধী, ও (এতিমখানা) এতিমদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম।
• রোড ক্লিন এন্ড সেভ নিশ্চিত করণ প্রকল্প। (জনপ্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও এলজিইডির সাথে সমন্বয় করে)।
• ঈদ উপলক্ষে অসহায়, দুঃস্থ, বিধবা, বৃদ্ধ প্রতিবন্ধী ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ।
• দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে সহযোগীতা যেমন টিন ও আর্থিকভাবে সহযোগীতা প্রদানের ব্যবস্থা করা)।
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযগ্য মর্যাদায় উদযাপন করা।
• নিরাপদ পানি ও পানি অপচয় সম্পর্কিত সচেতনতা মূলক ক্যাম্প স্থাপন।
• কিটনাশক মুক্ত জৈব সারে কৃষি সম্প্রসারণ (কিটনাশক সারের প্রফেন সম্পর্কে সচেতনতা ও জৈব সার প্রয়োগের উপকারিতা সম্পর্কে সচেতনতা)।
★ রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক ও প্রকৃতির উন্নয়ন নিয়ে আমাদের সকল ধরনের কার্যক্রম। মানবসেবা ও সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে মোদের সোনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে তাঁদের বছরব্যাপী বিস্তৃত এই ধরনের মহতী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে তারা।
অত্র সংগঠনটির সভাপতি মুহাঃ কাসেদ আলী বলেন, বিগত বছরের তুলনায় এবার শিবগঞ্জবাসীর উন্নয়ন আমাদের সংগঠনকে সকলের সহযোগিত ও পরামর্শে আরও শক্তিশালী, গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই আমরা। সংগঠনটি এখন পর্যন্ত প্রায় এক হাজারের অধিক মানুষকে সেবা প্রদান করেছেন। প্রতিবন্ধীদের পুনর্বাসন ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাবলিক পাঠাগার স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে সমাজের আরো উন্নত- সমৃদ্ধি করতে পারবো।
(২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জের; নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক) প্রধান উপদেষ্টা ডাঃ মোহাঃ রেজাউল করিম জানান অত্যন্ত মানবিক, ন্যায়পরায়ণতা, সততা ও বিশ্বস্ততার সঙ্গে আমাদের (উপদেষ্টামণ্ডলীর) পরামর্শ ও দিকনির্দেশনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সঙ্গে। অত্র সংগঠনটি একঝাঁক তরুণ (যুবসমাজ) প্রজন্মের হাতে হাত রেখে গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে ভালোবাসার প্রতীক হিসেবে তিলে তিলে গড়ে উঠেছে সংগঠনটি। সংগঠনটির সাথে যুক্ত হতে পেরে (থাকতে পেরে) আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক; আরাফাত হোসেন বলেন, সংগঠনটির তিলে তিলে সকলের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় গড়ে উঠেছে। সংগঠনটি পল্লী গাঁয়ে প্রতিষ্ঠিত হয়ে এখন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমুখী নানাবিধ কাজে অসম্মান অবদান রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। সংগঠনটির সাথে সম্পর্কিত সকলের সহযোগিত, ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সকল সাধারণ পরিষদের সদস্য, দাতা সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ও কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদে প্রতি অসামান্য অবদানের জন্য ভালোবাস, কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধায় স্মরণ করেন।
সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুনঃ 01815-055286, 01850-032129(অফিস) 01726-963037 (সেক্রেটারি) 01313-147986 (প্রতিষ্ঠাতা ও পরিচালক) 01712-197850 (প্রধান উপদেষ্টা) ই-মেইলঃ alorapathesbecchasebisangathan@gmail.com ফেসবুকঃ আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন ইউটিউবঃ আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন BD
ব্যাংক একাউন্ট নং: 2204391111001(সিটি ব্যাংক)