চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাইমদ উদ্ধারসহ দুইজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাইমদ উদ্ধারসহ দুইজনকে কারাদণ্ড

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দেশী চোলাইমদ তৈরির কাঁচামালসহ চোলাইমদ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুইজনকে ২ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন।মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে তৌফিক আজিজ জানিয়েছেন।