শিবগঞ্জে ইউএনও'র যোগদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আজাহার আলী যোগদান
আরাফাত হোসেন শিবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী যোগদান করেছেন। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’কে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন শিবগঞ্জ অফিসার্স ক্লাব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা।
এর আগে গত ২৯ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তরফদার মোঃ আক্তার জামীল, বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বাক্ষরিত (প্রজ্ঞাপনে) একপত্রে সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়; রাজশাহী (উপজেলা নিবার্হী অফিসার, শিবগঞ্জ,বগুড়া হিসেবে বদলির আদেশাধীন) থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়মিত বদলি করা হয়। পত্রে আরও বলা হয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেব নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদাির কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন।