সাপাহারে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরন
নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিউল আলম সাপাহার নওগাঁ :নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এডিপির উন্নয়নে ও অর্থায়নে সহায়তায় পাতাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এ সামগ্রী বিতরন করা হয়।
পাতাড়ি ইউনিয়ন পরিষদের এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, মা্দ্রাসা ও বিভিন্ন ক্লাবের মাঝে ৮০ টি ফুটবল ও ৩০ সেট জার্সি, ফ্যান সহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে যাবতীয় সামগ্রী বিতরন করেন ৫ নং পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,সহ সভাপতি কাহার মাস্টার, পরিষদের সকল সদস্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান সকলের উদ্দেশ্য বলেন, খেলাধুলায় মাদকের মহৌষধ। খেলাধুলার মাধ্যমে মাদক সহ বিভিন্ন অপরাধ প্রবনতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। দেশ ও জাতির কল্যানে সুদুর প্রসারী কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে তিনি সকলের উদ্দেশ্য আহ্বান জানান।