পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর নিয়ামতপুর থানার ওসি হাবিব
পবিত্র ঈদ- উল -ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃপবিত্র ঈদ- উল -ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব। তিনি নিয়ামতপুরের পুলিশের সকল সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, বিভিন্ন গনমাধ্যে কর্মরত সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ী সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ওসি হাবিবুর রহমান তার দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিককে বলেন, পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধানার মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধির পথ দেখায়। ঈদুল ফিতর হলো সকলের ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ও অন্যান্য শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি আসতে শুরু করেছে। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করার জন্য।
ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা। সবার চলার পথ হোক নিরাপদ।