আত্রাইয়ে মহিলা কলেজে ছাদ ঢালাই উদ্বোধন

কলেজে একতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে

আত্রাইয়ে মহিলা কলেজে ছাদ ঢালাই উদ্বোধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে একতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড় শিমলা গ্রামে কলেজটি অবস্থিত, পাশেই রয়েছে একটি সুন্দর বড় বাজার। ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

একই বছর ২৪ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ড কলেজটিকে পাঠদানের অনুমোদন দেয়। প্রতিষ্ঠার পর থেকে এখানে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠগ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করছে।

এবার ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কলেজ ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজা-উদ্দীন আহমেদ, বড় শিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী ও ঠিকাদার মো. সামসুল আলম।

উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দীন সরদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। বড় শিমলা মহিলা কলেজের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় এখানকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন, এ কলেজটি এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনের ছাদ ঢালাই হওয়ায় শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা তৈরি হলো। আমরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রভাষক মো. আব্দুল মজিদ, মো. মনসুর রহমান, মো. আব্দুল খালেক, মো. লোকমান, মো. উজ্জল হোসেন, মো. আব্দুল মতিন, মো. নজরুল ইসলাম, প্রদর্শক মো. আবু সামাদ, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক,অফিস সহকারী মো. শহিদুল ইসলাম ও মো. আতিকুল ইসলাম, এমএলএসএস মো. জলিল, মো. আব্দুস সামাদ, মো. শেরেকুল ইসলাম, মো. মকবুল হোসেন ও মোছা. সেলিম বিবি প্রমুখ।