সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর সাপাহার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল খায়ের তরুণ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও রোমানা রিয়াজের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নবাগত ইউএনওকে বিভিন্ন বই উপহার প্রদান করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল বাকী, উপজেলা সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাদিকুল হক শাহ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, সাপাহার ইউনিয়ন আমীর মোঃ মোফাজ্জেল হক, আইহাই ইউনিয়ন আমীর মোঃ মোস্তাকিম বিল্লাহ, এবং পাতারি ইউনিয়ন আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।