চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব'র উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের অসহায় দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশি দাঁড়িয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাব
হিমেল হাওয়া আর কুয়াশায় প্রচন্ড শীতে চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশি দাঁড়িয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাব।
মঙ্গলবার ও বুধবার বীর মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী, সনাতন ধর্মের নারী-পুরুষ, অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।
প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের সমন্বয়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সার্বিক তত্বাবধানে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে ২০০ নারী-পরুষ এর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোস্তাক হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের উপদেষ্টা ও নবাব অটো রাইস এন্ড ফিড মিলস লি. এর স্বত্বাধিকারী আলহাজ্ব আকবর হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের উপদেষ্টা এনামুল হক তুফান, মো. রাইহানুল ইসলাম লুনা, মোসা. ফারুকা বেগম, আমিনুল ইসলাম আবির।
এসময় প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের সদস্য শামিম আখতার বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
একই কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুরে সনাতন ধর্মের নারী-পুরুষ, প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন, প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাবের সমন্বয়ক আশরাফুল ইসলাম রঞ্জু, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দুল আজিজ মিলন, সাবেক ইউপি সদস্য মো. সাদিউল ইসলাম বিটু, ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো. মাসুদ রানা দুরুল, স্থানীয় ব্যবসায়ী মো. রুহুল আমিন, মো. নয়ন আলী, মো. আব্দুল্লাহসহ অন্যরা।
শীতবস্ত্রগুলো বিতরণকালে সহযোগিতা করেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব প্রতিনিধি মো. ইসাহাক আলী ও কম্পিউটার সহকারী রাশিদা রুমকী, বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন এর কার্যকরী কমিটির সভাপতি মো. শামীম আখতার বিপ্লব, সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক-মোসা. রুমানা পুস্প, সদস্য মো. হায়দার আলী, সদস্য-আফিফা আক্তার আনিসা ও মোসা. সাদিয়া খাতুনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীরা।
প্রচন্ড শীতে শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষগুলো, প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। প্রকৃতি ও জীবন ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন তারা।