চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে ধর্ষণের মামলায় পিতার যাবজজ্জীবন
যাবজজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারা দণ্ডের আদেশ দেন আদালত
চাঁপাইনবাবগঞ্জে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় হায়দার আলী মোয়াজ্জেমকে (৩৫) নামের এক পিতাকে যাবজজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারা দণ্ডের আদেশ দেন আদালত।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত হায়দার আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ষ্পেশাল পিপি এনামুল হক জানান, ২০১৮ সালের ৬মে নিজবাড়িতে মেয়েকে ধর্ষণ করে হায়দার।
এ ঘটনায় মেয়ের নানী পর দিন শিবগঞ্জ থানায় হায়দারকে আসামি করে মামলা করেন। একই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস হায়দারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।