বুড়িচংয়ে মানবিক ডাক্তার মালেকুল আফতাব ভূইয়া
বুড়িচংয়ে মানবিক ডাক্তার মালেকুল আফতাব ভূইয়া ছবির ক্যাপশন: বুড়িচংয়ে মানবিক ডাক্তার মালেকুল আফতাব ভূইয়া।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বুড়িচংয়ে মানবিক ডাক্তার মালেকুল আফতাব ভূইয়া ছবির ক্যাপশন: বুড়িচংয়ে মানবিক ডাক্তার মালেকুল আফতাব ভূইয়া।
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।
তিনি নিয়মিত প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর নেন, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং অনেক অসহায় রোগীকেও সহযোগিতা করেন। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাওয়ায় স্থানীয় রোগীদের কাছ থেকে তিনি পেয়েছেন ‘মানবিক ডাক্তার’।
রোগীরা জানান “ডা. মালেকুল আফতাব ভূইয়া মতো ডাক্তার পাওয়া আমাদের জন্য আশীর্বাদ। তিনি প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজ নেন, কথা বলেন ও উৎসাহ দেন। তার সেবায় আমরা অত্যন্ত খুশি।”
প্রতিদিন আউটডোরে ৪৫০–৫০০ জন রোগীকে সেবা দেওয়া হয়, যা জনবল বিবেচনায় অত্যন্ত চ্যালেঞ্জিং।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন “মানুষের সেবা করাই একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্ব। আমি সর্বোচ্চ দিয়ে কাজ করছি। জনবল বাড়ানো গেলে বুড়িচং চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে।




