বুড়িচংয়ে মানবিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ
সৃষ্টির সেবায়,এসো কল্যাণের পথে চলি এর স্লোগান সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা পৌরসভায় হরিপুর পূর্ব পাড়ায় এক অসহায় পরিবার কে বুড়িচং উপজেলা মানবিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়া হয়।
মোঃ আবদুল্লাহ বুড়িচং:সৃষ্টির সেবায়,এসো কল্যাণের পথে চলি এর স্লোগান সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা পৌরসভায় হরিপুর পূর্ব পাড়ায় এক অসহায় পরিবার কে বুড়িচং উপজেলা মানবিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়া হয়।

গত ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় দোয়া অনুষ্ঠান, শেষে ফিতা ও কেক কেটে ঘরটি উদ্ভোধন অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি ছিলেন হরিপুর কেন্দ্রীয় ঈদগাহের খতিব হযরত মাওলানা আবু নাইম শাইফী।বিশেষ অতিথি ছিলেন মো: আবদুল মোনাফ (ইছাপুরা), ভরাসার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সোহেল, মো: জাকির হোসেন, প্রবাসী সাউথ আফ্রিকা, মো: আনোয়ার হোসেন, বুড়িচং, মো: আমির হোসেন মুন্সি ,হরিপুর, মো: আরিফ খান, সভাপতিত্ব করেন: হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম খান।
সংগঠনের সভাপতি মো: আকরামুল হক লিটন ও সাধারণ সম্পাদক মো: ইদ্রিস প্রবাসী যৌথভাবে ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মানবিক প্রবাসী ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা ব্যাপি মানবিক সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



